
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৯৮ শতাংশ হলেও এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। করোনা পরিস্থিতির ওপর স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৫ জুলাই) এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, একদিনে ২৩৫টি নমুনা পরীক্ষা করে এই ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ৬৯০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ভাইরাসটির কারণে এ বছর মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ১৪ জন নারী। যদিও আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম, তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এখনো সচেতনতা অবলম্বনের আহ্বান জানাচ্ছেন। বিশেষ করে রোগীদের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি হাসপাতালে পরীক্ষার সংখ্যা বাড়ানোর পরামর্শও এসেছে বিভিন্ন মহল থেকে।
উল্লেখ্য, দেশে প্রথমবার ২০২০ সালের ৮ মার্চ ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সেই থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে করোনা মহামারিতে ব্যাপক প্রভাব পড়েছে জনজীবনে। তবে সময়ের ব্যবধানে ভাইরাসটির প্রকোপ কমে এলেও স্বাস্থ্য অধিদফতর নিয়মিত নজরদারির আওতায় রাখছে করোনাভাইরাস পরিস্থিতিকে।