
নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই মাসজুড়ে দেশজুড়ে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিচ্ছে এবং এরই ধারাবাহিকতায় দলটি সব জেলায় “অপ্রত্যাশিত সাড়া” পাচ্ছে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (১৪ জুলাই) দুপুরে ভোলায় পদযাত্রার ১৫তম দিনে পথসভা চলাকালে তিনি বলেন, “মানুষ পরিবর্তন চায়। তারা পুরনো ব্যর্থ রাজনীতির বিকল্প খুঁজছে। এনসিপি সেই আশার প্রতীক হয়ে উঠছে।” তিনি আরও জানান, প্রতিদিনের কর্মসূচিতে অংশ নিতে গিয়ে মানুষ দলের কাছে প্রত্যাশার কথা ব্যক্ত করছে, যা তাদের আগামী দিনের জন্য বড় দায়িত্ব তৈরি করেছে।
ভোলার পদযাত্রায় নাহিদ ইসলাম বলেন, “আমরা মানুষের দুঃখ, দুর্দশা, বেকারত্ব, স্বাস্থ্যসেবা সংকট, শিক্ষায় বৈষম্যসহ প্রতিটি ইস্যু নিয়ে ৩ আগস্ট আমাদের দলীয় ইশতেহার প্রকাশ করবো। এটি শুধু একটি দলীয় ইশতেহার নয়, বরং নতুন বাংলাদেশের রূপরেখা হিসেবে কাজ করবে।” এসময় তিনি আরও জানান, এই ইশতেহারে থাকবে—দুর্নীতিমুক্ত প্রশাসন, গ্রামভিত্তিক শিল্পায়ন, তথ্যপ্রযুক্তি-নির্ভর যুবশক্তি গঠন এবং নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের সুস্পষ্ট অঙ্গীকার। নেতারা বলছেন, এটি হবে ভবিষ্যতের প্রজন্মকে সমৃদ্ধ ভবিষ্যতের পথে নিতে একটি ‘জনতার নীতিমালা’।
ভোলা প্রেসক্লাব চত্বরে বিকেল ২টায় শুরু হওয়া কর্মসূচিকে ঘিরে অনুষ্ঠানস্থলে ইতোমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সেখানে এনসিপির রঙিন ব্যানার, ফেস্টুন ও পোস্টার দিয়ে সাজানো হয়েছে পুরো এলাকা। জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা, স্থানীয় সংগঠনের নেতাকর্মী, যুবকর্মী ও সাধারণ জনগণ। সবমিলিয়ে ভোলায় এনসিপির উপস্থিতি ছিল প্রাণবন্ত এবং দলটি স্থানীয় রাজনীতিতে একটি বড় বার্তা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।