বর্ষপূর্তিতে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে উত্তাল ঢাবি

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে ২০২৪ সালের ১৪ জুলাই যে ছাত্র আন্দোলন নতুন মোড় নিয়েছিল, সেই ঐতিহাসিক ঘটনার বর্ষপূর্তিতে আজ (১৪ জুলাই, ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা একটি প্রতীকী মিছিল করেছে। সোমবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা কটূক্তির প্রতিবাদে ও কোটা বাতিলের দাবিতে নানা স্লোগান দেন।


প্রসঙ্গত, ২০২৪ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন, “কোটা নিয়ে আমার কিছু করার নেই, সমাধান হবে আদালতে।” একইসঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি কটাক্ষ করে বলেন, “মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে?” ওই বক্তব্যে ‘রাজাকারের নাতিপুতি’ শব্দ প্রয়োগ করে শিক্ষার্থীদের প্রতি কটূক্তি করেন তিনি, যা মুহূর্তেই সারাদেশে তীব্র ক্ষোভের জন্ম দেয়। সেদিন রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমে আসে এবং রাজু ভাস্কর্যের সামনে সমবেত হয়। মাত্র ২২ দিন পর, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের মুখে পড়ে।


আজকের প্রতীকী মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, “১৪ জুলাই আমাদের জন্য শুধুই প্রতিবাদ নয়, এটি এক আন্দোলনের নতুন জন্মদিন।” স্লোগান ছিল—“তুমি কে, আমি কে—রাজাকার, রাজাকার!”, “ফাঁসি চাই—শেখ হাসিনার ফাঁসি চাই!”, “কোটা না মেধা—মেধা মেধা!”। আয়োজকরা জানান, এই প্রতীকী মিছিল শুধুমাত্র অতীতের অপমানের জবাব নয়, বরং ভবিষ্যতের অধিকার আদায়ের প্রতিজ্ঞা। রাত বাড়লেও মিছিল অব্যাহত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *