
ঢাকা, ২৩ মে ২০২৫ — দায়িত্ব শেষ করার আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করতে চান, তাতে সম্মতি নেই গণ অধিকার পরিষদের। দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান সাফ জানিয়ে দিয়েছেন, “তাকে (ড. ইউনূস) পদত্যাগ করতে দেওয়া হবে না।”
শুক্রবার (২৩ মে) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে যুব অধিকার পরিষদের আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই বক্তব্য দেন তিনি। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা এবং কিছু নির্দিষ্ট ব্যক্তির অপসারণ দাবি।
রাশেদ খান বলেন, “দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম, এবং ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ এজাজের পদত্যাগ ছাড়া নিরপেক্ষতা নিশ্চিত হবে না। আমরা তাদের পদত্যাগ চাই।”
এ সময় তিনি সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান এবং ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান। তবে শুধু নির্বাচন নয়, নির্বাচনের আগে কিংবা পরে একটি জাতীয় সরকার গঠনের ওপরও জোর দেন তিনি।
রাশেদ খান বলেন, “এই রাষ্ট্রকে জনকল্যাণমুখী করতে হলে একটি জাতীয় সরকার ছাড়া আর কোনো পথ খোলা নেই। সরকার ডাক না দিলেও গণ অধিকার পরিষদ সকল রাজনৈতিক দলকে নিয়ে ঐক্য গড়ে তুলবে।”
বিক্ষোভে উপস্থিত নেতাকর্মীরা সরকারবিরোধী নানা স্লোগানে সড়ক প্রকম্পিত করেন। তারা বলেন, ‘জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’