
ব্রিটিশ এমপি ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিককে ঘিরে ফ্ল্যাট জালিয়াতির মামলায় হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হাইকোর্ট সম্প্রতি এক আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি তিন মাসের জন্য স্থগিত করেন এবং রুল জারি করেন। এই স্থগিতাদেশে মামলার তদন্ত কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছে দুদক। মামলাটি গুলশানে ইস্টার্ন হাউজিংয়ে একটি ফ্ল্যাট টিউলিপ সিদ্দিকের বিনামূল্যে গ্রহণ সংক্রান্ত, যেখানে অভিযোগ রয়েছে রাজউকের সাবেক দুই কর্মকর্তার সহায়তায় অনৈতিক সুবিধা নেওয়া হয়েছে।
২০২৪ সালের ১৫ এপ্রিল এই ঘটনায় টিউলিপ সিদ্দিক, রাজউকের সাবেক কর্মকর্তা শাহ খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলাটি তদন্তের চূড়ান্ত পর্যায়ে থাকাকালীন হঠাৎ একটি আইনজীবীর চিঠির মাধ্যমে দুদক জানতে পারে, হাইকোর্ট মামলাটি স্থগিত করেছে। সংশ্লিষ্ট বেঞ্চ ৮ জুলাই এই আদেশ দেন। দুদকের আইনজীবী এম এ আজিজ খান বলেন, “তদন্ত চলাকালে এমন স্থগিতাদেশ অপ্রত্যাশিত। এতে করে পুরো প্রক্রিয়া থমকে যেতে পারে।”
তবে লিখিত আদেশে পুরো মামলাটি নয়, শুধুমাত্র রিট আবেদনকারী খসরুজ্জামানের বিরুদ্ধে তদন্ত স্থগিত করা হতে পারে বলে জানান দুদকের আইনজীবী। তবুও দুদক চাইছে পূর্ণ তদন্ত শেষে চার্জশিট দেওয়ার সুযোগ পেতে, যাতে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। এই মামলায় উচ্চ পর্যায়ের রাজনৈতিক সংযোগ ও আমলাতান্ত্রিক অনিয়ম সামনে আসায় তা নিয়ে দেশব্যাপী আলোচনার ঝড় উঠেছে।