
রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (১৩ জুলাই) বিকেল পাঁচটার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় ‘এ কে বিল্ডার্স’ নামের একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে হামলা চালানো হয়। চাঁদা না পেয়ে প্রতিষ্ঠানে চালানো হামলায় এক কর্মকর্তা গুলিবিদ্ধ হন। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই পল্লবী থানা পুলিশ তদন্তে নামে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করে।
পল্লবী থানা পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো. নিলয় হোসেন বাপ্পি (২৯), মো. মামুন মোল্লা (৩৩) এবং মো. রায়হান (২৮)। তারা সবাই জামিল নামের এক শীর্ষ সন্ত্রাসীর ঘনিষ্ঠ সহযোগী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, ঘটনার সঠিক উৎস ও মূল পরিকল্পনাকারী জামিলসহ পলাতকদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, “সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা দ্রুত শনাক্ত করতে সক্ষম হয়েছি।”
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, ঘটনার আগে একাধিকবার ফোন করে চাঁদা দাবি করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে হঠাৎ করেই তাদের প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা চালানো হয়। গুলিবিদ্ধ সহকর্মীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত। ঘটনাটি ঘিরে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পুলিশ জানিয়েছে, অবৈধ চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।