স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

রাজধানীর মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনার প্রতিবাদে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে শহীদ মিনার পর্যন্ত চলে এই প্রতীকী মিছিল। দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক ছত্রছায়ায় চলা চাঁদাবাজি, দখলদারি ও সহিংসতার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি রিফাত রশিদ মিছিলে বলেন, “যদি সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।”


মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ রাজনৈতিক দলের স্বার্থরক্ষায় বেশি মনোযোগী। সেই পক্ষপাতদুষ্ট নীতির ফলেই সারাদেশে খুন, সন্ত্রাস, দখল ও চাঁদাবাজির বিস্তার ঘটেছে। এই হত্যাকাণ্ডের বিচার না হলে জনগণ আর চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।


বক্তারা জনগণকে আহ্বান জানান, দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতির ছায়াতলে পরিচালিত খুন ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারা বলেন, “এই রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন না হলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে না। মানুষকে এখনই সোচ্চার হতে হবে, নাহলে কাল হয়তো তারাই হবে পরবর্তী শিকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *