
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আবারও চাঁদাবাজির চক্র সক্রিয় হয়ে উঠেছে। শরীয়তপুর সুপার সার্ভিস নামে একটি পরিবহন কোম্পানির বাসে ভাঙচুর এবং শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিমের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, তিনি পরিবহন কোম্পানিটির কাছে ৫০ লাখ টাকা চাঁদা এবং একাধিক বাসের রুট পারমিট দাবি করেন। দাবি না মানায় তার নেতৃত্বে দুর্বৃত্তরা একাধিক বাসে হামলা চালায়। এতে পরিবহনটির যাত্রীসেবা বন্ধ হয়ে গেছে, আর দৈনিক প্রায় ৩০ হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন।
শরীয়তপুর আন্তঃজেলা পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই যাত্রাবাড়ী এলাকায় চাঁদাবাজির ঘটনা ঘটছে, তবে এবার তা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। শ্রমিক নয়ন বেপারী জানান, যাত্রাবাড়ী পৌঁছাতেই ফাহিমের লোকজন হামলা চালায় এবং গাড়ির কাঁচ ভেঙে তাকে মারধর করে। চালক মাসুদ রানা জানান, হামলার আতঙ্কে পাঁচ দিন ধরে কেউ রাস্তায় বাস চালাতে সাহস পাচ্ছেন না। মালিক সমিতির সভাপতি ফারুক তালুকদার বলেন, ‘ফাহিমের চাঁদার পরিমাণ বেড়েই চলেছে। মাসিক চাঁদা ছাড়াও এখন বড় অঙ্কের টাকা দাবি করছে। আমরা বিষয়টি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকেও জানিয়েছি।’
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন যুবদলের সাবেক নেতা মুশফিকুর রহমান ফাহিম। তিনি বলেন, “আমাদের বাস রুট পারমিট থাকলেও শরীয়তপুরের মালিক সমিতি তা বাধাগ্রস্ত করছে। আমি কারও কাছ থেকে কোনো চাঁদা চাইনি। অভিযোগ প্রমাণ হলে আমি দোষ স্বীকারে প্রস্তুত।” ইতোমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছে পরিবহন কর্তৃপক্ষ। পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, বিষয়টি ডিএমপির ক্রাইম বিভাগসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে জানানো হয়েছে এবং যৌথভাবে তদন্ত চলছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে শাস্তির দাবি উঠেছে পরিবহন শ্রমিক ও মালিকদের পক্ষ থেকে।