
রাজধানীর পল্লবীর আলব্দিরটেক এলাকায় শুক্রবার (১১ জুলাই) বিকেলে ঘটে যায় এক রোমহর্ষক সন্ত্রাসী হামলার ঘটনা। আবাসন নির্মাণ প্রতিষ্ঠান এ কে বিল্ডার্স-এ চাঁদার দাবিতে এই হামলা চালায় একদল দুর্বৃত্ত। পাঁচ কোটি টাকা না দেওয়ায় দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সন্ত্রাসীরা হামলা চালায়, যার ফলে প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন। তাকে গুরুতর অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীদের একজন বন্দুক থেকে গুলি চালান এবং আক্রান্ত শরিফুল ইসলামকে পরে এক সহকর্মী দ্রুত উদ্ধার করে নিয়ে যান।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. কাইউম আলী খানের ছেলে আমিমুল এহসান জানান, গত তিন সপ্তাহ আগে ‘জামিল’ নামে এক ব্যক্তি তাদের কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় দুই দফায় প্রতিষ্ঠানটির উপর হামলা হয়। গতকাল তৃতীয় দফায় ৩০-৪০ জন সন্ত্রাসী এসে তাণ্ডব চালায়। সন্ত্রাসীরা ক্যামেরা ভেঙে ফেলে এবং অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায়। এ কে বিল্ডার্সের পক্ষ থেকে জানানো হয়, গত ২৭ জুন এবং ৪ জুলাইও প্রতিষ্ঠানটিতে হামলা হয়েছে। হামলাকারীরা প্রাণনাশের হুমকিও দিয়ে গেছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি এবং কাউকেও গ্রেফতার করা যায়নি। তবে হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) এ কে বিল্ডার্স কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে হামলার বিষয়টি জানায়। রাজধানীর বুকে প্রকাশ্যে এমন ভয়াবহ চাঁদাবাজি ও সশস্ত্র হামলা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রশ্ন তুলছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক বিরাজ করছে।