তারেক রহমানের প্রশ্ন— জানমালের নিরাপত্তা দিতে সরকার কেন ব্যর্থ?

রাজধানীর এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকারের প্রধান দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বর্তমান সরকার সে দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। বরং যারা অপরাধে জড়িত, তাদের সরকার আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সম্প্রতি ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ্যে আসার পরও অপরাধী গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারেক রহমান। তার প্রশ্ন, “তাহলে কি ধরে নেবো মব তৈরির পেছনে সরকারের কোনো প্রচ্ছন্ন মদদ আছে?”


তিনি আরও বলেন, “গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। ৮-৯ মাস আগেই বলেছিলাম, অদৃশ্য শত্রু আছে। এখন সেই শত্রুরা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে।” এদের ভূমিকা ছিল বরাবরই জনগণের অধিকার আদায়ের বিরুদ্ধে। সরকারকে বারবার সতর্ক করে তিনি বলেন, অন্যায়কারী যে-ই হোক, তাকে প্রশ্রয় দেওয়া যাবে না। আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। অন্যায়কারী কোনো দলের হতে পারে না। এমনকি খুলনায় যুবদলের বহিষ্কৃত নেতাকে হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিচারের দাবি তুললে কেন বলা হচ্ছে বিএনপি লাশ নিয়ে রাজনীতি করছে?”











তারেক রহমান মতবিনিময় সভায় আরও বলেন, “জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের বিচার কেন বিলম্বিত হচ্ছে?” যারা সুস্থ রাজনৈতিক পরিবেশকে বাধাগ্রস্ত করছে, মব তৈরি করছে—তাদের মুখোশ উন্মোচন করতে হবে। তিনি মনে করিয়ে দেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসে কারা পক্ষে ছিল, কারা ছিল বিপক্ষে—এগুলোকে মাথায় রেখে এখন সময় এসেছে সত্যের পক্ষে অবস্থান নেওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *