
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা অস্ত্র মামলায় আসামি তারেক রহমান রবিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার (১২ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াসের আদালতে স্বেচ্ছায় এ জবানবন্দি দেন তিনি। আদালত তার জবানবন্দি গ্রহণ করে রবিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তার বিরুদ্ধে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে রবিন নিজেই স্বেচ্ছায় জবানবন্দি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং বিস্তারিত বর্ণনা দেন। মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভাঙারি দোকান নিয়ন্ত্রণ এবং লেনদেন ঘিরেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত হলেও ঘটনায় ব্যবহৃত অবৈধ অস্ত্র নিয়েই পৃথক মামলা দায়ের করা হয়। এই মামলায় রবিনের জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হয়েছে।
প্রসঙ্গত, গত ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে সবার চোখের সামনে পিটিয়ে হত্যা করা হয় ব্যবসায়ী সোহাগকে। নির্মম এই ঘটনার দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার পরদিন নিহতের বোন রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা ও একটি অস্ত্র মামলা করেন, যেখানে ১৯ জনের নাম উল্লেখ করে এবং ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলার তদন্ত চলছে এবং গ্রেফতার হওয়া অন্যদের কাছ থেকেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে পুলিশ।