
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও পাথর দিয়ে হত্যা করার ঘটনায় গভীর ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১১ জুলাই) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন প্রতিক্রিয়ায় তিনি লেখেন, “বিদেশে অবস্থানরত থাকাকালীন মিটফোর্ডের এই নৃশংস ঘটনার খবর পেয়ে আমি বাকরুদ্ধ। এটি কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। কেবল চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় শত মানুষের সামনে একজন সাধারণ ব্যবসায়ীকে এমন নির্মমভাবে হত্যা করা হলো—এ যেন এক অমানবিক বিভীষিকা।”
তিনি বলেন, “হে ক্ষতিগ্রস্ত মজলুম পরিবার, আমরা তোমাদের কাছে লজ্জিত। হে ব্যবসায়ী ভাই সোহাগ, তোমার এই পরিণতির আগেই কোনো প্রতিবাদ, কোনো প্রতিরোধ গড়ে তুলতে না পারার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।” ডা. শফিকুর রহমান এ ঘটনার মাধ্যমে সমাজের বিবেককে প্রশ্ন ছুঁড়ে দেন—“এই যে অমানবিকতা, এই নিষ্ঠুরতা—এটা কি আমরা চুপচাপ দেখে যাবো? হে সমাজ, জেগে উঠো! আজ তুমি চুপ থাকলে, কাল তোমার ওপরই এই বর্বরতা নেমে আসবে।”
প্রসঙ্গত, গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে, ইট-পাথর দিয়ে মাথায় থেঁতলে হত্যা করা হয়। এরপর মরদেহের ওপরও চলে চরম বর্বরতা। ঘটনাস্থলে থাকা শতাধিক মানুষ দাঁড়িয়ে থাকলেও কেউ এগিয়ে আসেনি। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এখন সময়—ভয় উপেক্ষা করে সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ার।