মিটফোর্ডে সোহাগ হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে পাথর মেরে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। সংগঠনটি শুধু এই হত্যাকাণ্ডই নয়, বরং সারাদেশে চলমান চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে বিক্ষোভ মিছিল করে। ছাত্রশিবির নেতারা জানান, যদি এসব বর্বরতা বন্ধ না হয়, তাহলে সারা দেশে আরও তীব্র আন্দোলনের ডাক দেওয়া হবে।


শনিবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি। ছাত্রশিবিরের ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। সেখান থেকে মিছিল রায়সাহেব বাজার ও তাঁতিবাজার হয়ে এগিয়ে যায় মিটফোর্ড হাসপাতালের সামনে, যেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সোহাগকে। ভয়াবহ এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভে অংশ নেয় শতাধিক নেতা-কর্মী।


মিটফোর্ড হাসপাতালের সামনে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রশিবির নেতারা বলেন, “দেশে এখন বিচার নেই, নিরাপত্তা নেই, মানুষের জীবনের কোনো মূল্য নেই। সোহাগ হত্যার বিচার যদি দ্রুত না হয়, তবে আমরা কঠোর কর্মসূচির ঘোষণা দেব।” সমাবেশ থেকে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে হুঁশিয়ার করে বলা হয়, দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ছাত্রসমাজ ঘরে বসে থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *