
ঢাকা, ২৩ মে:
জুলাই অভ্যুত্থানের পর গত বৃহস্পতিবার রাতকে অন্যতম কঠিন রাত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। শুক্রবার (২৩ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ইংরেজিতে লেখা ওই পোস্টে ডা. তাসনিম জারা বলেন, “গত রাত ছিল জুলাই অভ্যুত্থানের পর সবচেয়ে কঠিন রাতগুলোর একটি। একটি ভাবনা আমাকে সারারাত জাগিয়ে রেখেছে। সেটি দোষারোপ নয়, বরং আত্মসমালোচনার উপলক্ষ।”
তিনি বলেন, “রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ক্ষুদ্র স্বার্থের দ্বন্দ্ব ও পারস্পরিক অবিশ্বাস আমাদের সামগ্রিক গণতান্ত্রিক উত্তরণকে হুমকির মুখে ফেলছে। একটি জাতি, যে স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, তাদের আশা আমরা সাময়িক হিসাব-নিকাশের জন্য ধ্বংস হতে দিতে পারি না।”
তিনি আরও যোগ করেন, “ইতিহাস আমাদের শিক্ষা দেয়, যারা পরিবর্তনকে ভয় পায়, তারা পুরনো শাসনব্যবস্থাকে নতুন মুখোশে ফিরিয়ে আনার জন্য বিভাজন ও মেরুকরণকে ব্যবহার করে। আমাদের তা হতে দেওয়া যাবে না। আমাদের দলাদলির ঊর্ধ্বে উঠতে হবে। এই বিপ্লব ছিল জনগণের, আর সেই জনগণের প্রতিই আমাদের দায়বদ্ধতা।”
পোস্টের শেষদিকে তিনি বলেন, “এই মুহূর্তটি যেন বিভেদের নয়, বরং ঐক্যের দিকে মোড় নেওয়ার প্রেরণা হয়ে ওঠে।”
ডা. তাসনিম জারার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার এই বক্তব্য ঐক্য, সংলাপ ও গণতন্ত্রের পক্ষে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।