
খুলনায় প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে যুবদলের বহিষ্কৃত নেতা মোল্লা মাহবুবুর রহমানকে। শুক্রবার (১১ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে নগরীর মহেশ্বরপাশা পশ্চিম পাড়ায় নিজ বাড়ির সামনে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাহবুব যখন নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন, তখন তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে। গুলিতে মাহবুব মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু নিশ্চিত করতে তারা তার পায়ের রগ কেটে ফেলে। এরপর আশপাশে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাহবুব ওই এলাকার বাসিন্দা আব্দুল করিম মোল্লার ছেলে। রাজনৈতিক জীবনে তিনি থানা যুবদলের সহসভাপতি ছিলেন। তবে গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের সময় হাতে রামদা নিয়ে তাণ্ডব চালানোর একটি ছবি ভাইরাল হলে সেদিন রাতেই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। তবুও তিনি নিয়মিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ছিলেন বলে স্থানীয়রা জানান। তার এমন নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, ঘটনাস্থল থেকে চারটি খালি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের মোটিভ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাহবুব হত্যাকাণ্ডে রাজনৈতিক দ্বন্দ্ব, পূর্বশত্রুতা কিংবা অভ্যন্তরীণ কোন্দল—সব দিক বিবেচনায় রেখে তদন্ত চলছে বলে জানান তিনি।