সংস্কার ছাড়া নির্বাচনে সকল অর্জন মলিন হয়ে যাবে

সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন করলে অন্তর্বর্তীকালীন সরকারের সকল অর্জন মলিন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (১১ জুলাই) যশোরে জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি বলেন, “সরকারপ্রধানকে সেই ব্যর্থতার দায় নিয়ে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে।” সভায় তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে এনসিপিকে নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে ফেলার ষড়যন্ত্র চলছে, যা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী।

এনসিপির শীর্ষ নেতারা বলেন, শুধু নির্বাচন নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের বিচারব্যবস্থা সংস্কার ও জুলাই সনদের বাস্তবায়নের দায়িত্বও পালনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। দলটির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, “যে সংবিধান ছাত্র ও জনতার ওপর গুলির বর্বরতা ঠেকাতে ব্যর্থ, সেই সংবিধান আর জনগণের প্রয়োজন পূরণে যথেষ্ট নয়। তাই সময় এসেছে তার রূপান্তরের।” তিনি আরও জানান, এনসিপি একটি গ্রহণযোগ্য, সংস্কারমূলক ও সর্বজনগ্রাহ্য নির্বাচন চায় যেখানে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত হবে।

মতবিনিময় সভা শেষে জুমার নামাজ আদায় করে শহরে বিশাল পদযাত্রা বের করে এনসিপি। পরে ঈদগাহ মোড়ে সমাবেশে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। নেতারা বলেন, “এখন সময় এসেছে July চুক্তির আলোকে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার।” যশোরের সমাবেশ শেষে পদযাত্রার গাড়িবহর খুলনার উদ্দেশ্যে যাত্রা করে, যেখানে আরও বড় পরিসরে রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষণা দেয় এনসিপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ আগামী নির্বাচন এবং অন্তর্বর্তী রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *