
সাতক্ষীরায় দায়িত্ব পালনরত অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে সাঈদুজ্জামান (৪৯) নামে এক পুলিশ কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১২টার দিকে শহরের কাটিয়া লস্কারপাড়া এলাকায় কর্তব্যরত অবস্থায় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, স্ট্রোকজনিত কারণে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি। তার বাড়ি কুষ্টিয়া জেলার পারমৃত্তিকাপাড়া গ্রামে। তার মৃত্যুর খবর পৌঁছাতেই সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। জেলা পুলিশ প্রশাসন ও সহকর্মীরা বলেন, কর্তব্যে অবিচল ও নিষ্ঠাবান এই কর্মকর্তা তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে গেছেন।
শুক্রবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইনে জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জেলা পুলিশ সুপার (এসপি) মনিরুল ইসলাম গভীর শোক প্রকাশ করে বলেন, “তিনি ছিলেন একজন দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা। তার এই অকাল মৃত্যু পুলিশ বাহিনীর জন্য বড় ক্ষতি।” পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সহকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানাজায় অংশ নেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।