
দেশ গড়ার অঙ্গীকারে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১০ জুলাই) কর্মসূচির ১০ম দিনে মাগুরা ও নড়াইলে পথসভা করে দলটি। মাগুরার আসাদুজ্জামান সড়কে পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিবাদের সহযোগীদের বিচার, সাংবিধানিক সংস্কার এবং একটি নতুন সংবিধান অপরিহার্য।” তিনি হুঁশিয়ারি দেন, আগামী ৩ আগস্টের মধ্যে সরকার যদি ‘জুলাই ঘোষণাপত্র’ না দেয়, তাহলে তারা আবার আন্দোলনে নামবেন।
পথসভায় তিনি আরও বলেন, “বাংলাদেশপন্থী রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে দেশের অভ্যন্তরে ও বাইরের আধিপত্য-আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।” যাত্রাপথে এনসিপি নেতারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মাগুরার বিভিন্ন এলাকাজুড়ে স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ। উপস্থিত নেতাকর্মীরা জানান, জনগণের কাছ থেকে তারা অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। দলীয় নেত্রী তাসনিম জারা বলেন, “মানুষ আমাদের শুভকামনা জানাচ্ছে—তাদের এই উচ্ছ্বাস আমাদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক।”
এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “মানুষ আমাদের যেমন প্রশংসা করছে, তেমনি আমাদের সীমাবদ্ধতাগুলোও তুলে ধরছে। তারা অনুভব করছে যে এই দলটি ব্যতিক্রমী।” জনগণের মতামত ও প্রতিক্রিয়ার ভিত্তিতেই আগামীর দিকনির্দেশনা ঠিক করবে দলটি। আগামীকাল শুক্রবার কর্মসূচির ১১তম দিনে এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হবে যশোর ও সাতক্ষীরায়। দলের নেতারা আশা করছেন, পদযাত্রার এই ধারাবাহিকতা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।