এসএসসিতে দেশসেরা নাসিমা কাদির মোল্লা হাই স্কুল, ৩২০ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫!

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশসেরা ফলাফল অর্জন করেছে নরসিংদীর “নাসিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস” (এনকেএম)। রাজধানী ঢাকাসহ দেশের নামকরা অনেক প্রতিষ্ঠানকে পেছনে ফেলে এমন অর্জনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল ঘোষণার পরপরই বিদ্যালয় চত্বরে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষার্থীদের হাসিমুখ ও অভিভাবকদের উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।


বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, এবারের এসএসসি পরীক্ষায় মোট ৩২০ জন শিক্ষার্থী অংশ নেয় এবং সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। এমন অভাবনীয় সাফল্যের মাধ্যমে শুধু নরসিংদী নয়, বরং সারা দেশে আলোচনায় উঠে এসেছে এই প্রতিষ্ঠান। অভিভাবকরা সন্তানের এমন কৃতিত্বে গর্বিত ও আবেগাপ্লুত, আর শিক্ষকরাও নিজেদের শ্রমের প্রতিফলন দেখে দারুণ আনন্দিত। অনেকেই জানিয়েছেন, এই সাফল্য কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও আদর্শ শিক্ষা ব্যবস্থারই প্রতিফলন।


প্রতিষ্ঠানের ফাউন্ডেশন চেয়ারম্যান এই গৌরবজনক ফলাফলের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “নিয়মানুবর্তিতা, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেই যে কোনো প্রতিষ্ঠান দেশসেরা হতে পারে—এটি তার প্রমাণ।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রেখে প্রতিষ্ঠানটি দেশের শিক্ষা খাতে একটি রোল মডেল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *