
ঢাকা, ২৩ মে:
অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, সরকারের নিরপেক্ষ চরিত্র ধীরে ধীরে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে, যা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি স্বরূপ।
শুক্রবার (২৩ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দলের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে সাইফুল হক বলেন, “বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায়। সরকারের সদিচ্ছা থাকলে এই সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব।”
তিনি আরও অভিযোগ করেন, “সরকার অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের বাইরে গিয়ে বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে, যা গ্রহণযোগ্য নয়। এসব এজেন্ডা নির্বাচিত সরকারের কাজ।”
এ সময় তিনি সংলাপের মাধ্যমে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান এবং বলেন, “দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি।”
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনে করে, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি।