
টানা ভারী বর্ষণে কুমিল্লা শহরসহ নগরীর বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকেই নগরীর ঠাকুরপাড়া, নজরুল এভিনিউ, রেসকোর্স, কান্দিরপাড় ও বিসিক শিল্প নগরী এলাকাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পানিতে ডুবে যায়। এতে করে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়, বিপাকে পড়ে দোকানদার ও কর্মজীবীরা। কোথাও হাঁটুপানি আবার কোথাও কোমরসমান পানি জমে যাওয়ায় যান চলাচল একরকম অচল হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে এক দৃশ্যের পুনরাবৃত্তি হলেও সিটি করপোরেশনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কুমিল্লার জলাবদ্ধতার প্রধান কারণ হিসেবে তারা অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকেই দায়ী করছেন। “১৪ বছরেও ড্রেনেজ সমস্যা সমাধান হলো না! তাহলে সিটি করপোরেশন কী করছে?”—এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন একাধিক ক্ষুব্ধ বাসিন্দা। তারা বলছেন, শুধু রাস্তাঘাট নয়, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবাও জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নগরবাসীর জোর দাবি, দখলমুক্ত খাল-নদী এবং টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে না তুললে এই সমস্যা থেকে রেহাই মিলবে না।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নগর পরিকল্পনা ও পানি নিষ্কাশন ব্যবস্থায় কাঠামোগত দুর্বলতা থাকলে জলাবদ্ধতা দিন দিন ভয়াবহ রূপ নিতে বাধ্য। এখনই প্রয়োজন জরুরি ভিত্তিতে ড্রেন সংস্কার ও দখলদারদের উচ্ছেদ কার্যক্রম শুরু করা।