
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এবার সারাদেশে গড় পাশের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। গতবারের পাশের হার ছিল ৮৩ দশমিক শূন্য চার শতাংশ। অর্থাৎ এবারে পাশের হার কমেছে ১৪ দশমিক ৫৯ শতাংশ। এ বছর ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। পাশের হারে মেয়েরা ছেলেদের চেয়ে ৩ দশমিক ৭৯ শতাংশ এগিয়ে রয়েছে।
জিপিএ-৫ পেয়েছে মোট এক লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী এবং ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র। গত বছর যেখানে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন, এবার সেই সংখ্যা কমে এসেছে ৪৩ হাজার ৯৭ জনে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবার ফলাফল ফোলানো হয়নি, বরং শিক্ষার্থীরা তাদের প্রাপ্য অনুযায়ী ফল পেয়েছে, যার ফলে পাশের হার এবং জিপিএ-৫ দুটোই কিছুটা কমেছে।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে সবচেয়ে বেশি ৭৭.৬৩ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে, অন্যদিকে সবচেয়ে কম পাশের হার বরিশাল বোর্ডে—৫৬.৩৮ শতাংশ। অন্যান্য বোর্ডগুলোর মধ্যে যশোরে পাশের হার ৭৩.৬৯%, চট্টগ্রামে ৭২.০৭%, সিলেটে ৬৮.৫৭%, দিনাজপুরে ৬৭.০৩%, ঢাকা বোর্ডে ৬৭.৫১%, কুমিল্লায় ৬৩.৬০% এবং ময়মনসিংহে ৫৮.২২%। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৬৮.০৯% এবং কারিগরি বোর্ডে ৭৩.৬৩%। এ ছাড়া ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাস করেনি, যেখানে ৯৮৪টি প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে। শিক্ষাবিদরা বলছেন, এই ফলাফল শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়নের একটি ইঙ্গিত দিচ্ছে।