‘আগের মতো দিনের ভোট রাতে করার সুযোগ নেই’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে সব ইসলামপন্থি দল এবং জাতীয়তাবাদী আদর্শের একটি অংশ একত্রে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ৯ জুলাই (বুধবার) সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক প্রীতি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। ডা. তাহের বলেন, “এবার আর এককভাবে নয়, বৃহৎ একটি ইসলামপন্থি ও জাতীয়তাবাদী ঐক্যজোট গঠন করে নির্বাচনে অংশ নেবে জামায়াত।”

নায়েবে আমিরের বক্তব্যে এবারকার নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও প্রত্যাশা—উভয়ই উঠে এসেছে। তিনি বলেন, “দিনের ভোট রাতে করার কোনো সুযোগ আর নেই। নির্বাচন কমিশন যদি সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত না করে, তাহলে বিগত সিইসিদের মতো এই কমিশনের পরিণতিও একই হতে পারে।” এর পাশাপাশি তিনি মাঠ পর্যায়ে ক্ষমতাসীনদের হুমকি-ধমকি বা দখলদারির সুযোগও আর নেই বলে হুঁশিয়ারি দেন। তাঁর ভাষায়, “১০টি হোন্ডা, ২০ জন গুণ্ডা দিয়ে ভোট দখলের দিন শেষ—এখন প্রতিরোধ করবে জনগণ এবং জামায়াত।”

এ সময় জামায়াত নেতা জনগণের ভোটাধিকার রক্ষার প্রতিশ্রুতিও দেন। তিনি বলেন, “ভোটের দিন জনগণ যেন নিশ্চিন্তে কেন্দ্রে যেতে পারে, সেজন্য প্রয়োজনে জামায়াতের পক্ষ থেকে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।” সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা জামায়াতের নির্বাচনমুখী অবস্থানকে স্বাগত জানান এবং একক নেতৃত্বাধীন জোট গঠনের ঘোষণা বাস্তবায়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *