২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ৭

দেশে আবারও হালকা মাত্রায় মাথাচাড়া দিয়ে উঠছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তবে স্বস্তির খবর হলো—এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ২৫ জনেই স্থির রয়েছে।

বুধবার (৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ২১৭ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ঢাকায় ৫ জন, চট্টগ্রামে ১ জন ও ময়মনসিংহে ১ জন রয়েছেন। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩.২২ শতাংশ, যা পূর্বের দিনের তুলনায় কিছুটা নিম্নমুখী।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, ২০২৫ সালের শুরু থেকে করোনায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৩ জন নারী ও ১২ জন পুরুষ। গতকাল মঙ্গলবার (৮ জুলাই) দেশের বিভিন্ন অঞ্চলে ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল এবং সেদিন একজনের মৃত্যুর খবর আসে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা সম্পূর্ণ নির্মূল না হলেও সঠিক প্রতিরোধ ব্যবস্থা এবং টিকাদান কার্যক্রম অব্যাহত রাখলে নতুন করে বড় ধরনের উদ্বেগজনক পরিস্থিতির আশঙ্কা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *