
রাজধানীর উত্তরা মুগ্ধ চত্বরে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) উত্তরা পশ্চিম থানা শাখার কর্মী সম্মেলনে তীব্র ভাষায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, “মতপ্রকাশের স্বাধীনতার কথা বলে সাংবাদিকদের থামিয়ে দেয়া কোনো সভ্য রাজনীতি নয়।” তিনি অভিযোগ করেন, সাংবাদিকদের যখন পক্ষে যায় তখন বাহবা দেয়া হয়, আর বিপক্ষে গেলেই হুমকি-ধমকি—এটাই এখনকার শাসনব্যবস্থার চেহারা। সভ্য দেশগুলোতে এমনটা হয় না বলে মন্তব্য করেন তিনি।
ডা. জাহিদ বলেন, “আজ যারা মব সন্ত্রাস করছে, বিচার নিজের হাতে তুলে নিচ্ছে, ইতিহাস সাক্ষী—তারা কেউই শেষ রক্ষা করতে পারেনি। হিটলারও গণতন্ত্রের কথা বলে ক্ষমতা দখল করেছিল, কিন্তু ইতিহাসের কাঠগড়ায় টিকে থাকতে পারেনি।” তিনি আরও বলেন, দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে হলে অবিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। ভয়ের সংস্কৃতি নয়, মানুষকে ঐক্যবদ্ধ করে সংবিধান ও নির্বাচনের পথে ফিরিয়ে আনাই সমাধান।
বিগত ১৬ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপি বিপুল ত্যাগ স্বীকার করেছে জানিয়ে তিনি বলেন, “শহীদদের স্মৃতি জাতি চিরকাল মনে রাখবে। আমরা তাদের পুনর্বাসনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।” এ সময় তিনি দলীয় ঐক্য ধরে রেখে ৩১ দফা বাস্তবায়নের ওপর জোর দেন এবং বলেন, “এই কর্মসূচিই বাংলাদেশকে অচল অবস্থা থেকে মুক্তি দিতে পারে।” সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং স্লোগানে স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে সম্মেলনস্থল।