ডেঙ্গুর দাপট কমেনি, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারী ব্যক্তিদের মধ্যে রয়েছেন একজন পুরুষ ও দুইজন নারী। তাদের মধ্যে বরিশালে মারা গেছেন দুইজন, খুলনায় একজন। একই সময়ে নতুন করে ৪৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সর্বাধিক রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে—সংখ্যা ১৫৪ জন। এরপর রাজশাহী বিভাগে ৬১ জন, খুলনায় ৫৪ জন, চট্টগ্রামে ৫১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৩ জন, ঢাকা উত্তরে ৩৬ জন, ঢাকা বিভাগের অন্য জেলাগুলোতে ৬৯ জন, ময়মনসিংহে ১০ জন, রংপুরে ৩ জন এবং সিলেটে ১ জন।

চলতি বছর (২০২৫) জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১২,৭৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১১,৪০৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত বছর দেশে ১ লাখ ১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে এডিস মশাবাহিত এই রোগে মৃত্যুর সংখ্যা ছিল ১,৭০৫—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনই মশক নিধনে কার্যকর পদক্ষেপ না নিলে চলতি মৌসুমেও পরিস্থিতি জটিল আকার নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *