
ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতির ছয়টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও ঘনিষ্ঠ প্রশাসনিক কর্মকর্তাসহ ২৩ জনের বিরুদ্ধে গেজেট প্রকাশ করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব স্বাক্ষরিত এই গেজেট সম্প্রতি বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজিপ্রেস) থেকে প্রকাশিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।
দুদক জানায়, আদালতের নির্দেশ অনুযায়ী গেজেট প্রকাশের পর আগামী ২০ জুলাই মামলাগুলোর শুনানির তারিখ ধার্য করা হয়েছে। যদি ওইদিন আসামিরা আদালতে হাজির না হন, তাহলে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম শুরু করা হবে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, এবং পরিবারের ঘনিষ্ঠ আরও কয়েকজন সদস্য।
এছাড়া মামলায় অভিযুক্ত হয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞাসহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা ও আমলা। মামলার অভিযোগে বলা হয়েছে, তারা ক্ষমতার অপব্যবহার করে নিজেদের ও আত্মীয়স্বজনদের নামে প্লট বরাদ্দের মাধ্যমে রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করেছেন। এই মামলাগুলো দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।