
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে কেন্দ্রীয় সরকারের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের কলেজ চত্বর এলাকায় এক পথসভায় তিনি বলেন, “সীমান্তে আর কোনো বাংলাদেশিকে হত্যার চেষ্টা করা হলে আমরা লং মার্চ করব। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের প্রতিরোধের প্রতীক। এই মাটি কাস্তে হাতে বসে থাকা কৃষকের মাটি। আমরা সেই কৃষকের সন্তান, আমরা আর নীরব থাকবো না।”
নাহিদ ইসলাম বলেন, সীমান্তে বিএসএফ বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশিদের ওপর হামলা চালাচ্ছে। “গ্রেনেড মারে, বোমা ফাটায় — আর আমরা চুপ করে থাকি? সেই দিন শেষ। এবার যদি আর কোনো হত্যাচেষ্টা হয়, তাহলে আমরা সীমান্ত অভিমুখে লং মার্চ করবো। সীমান্ত রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, আমরাও প্রস্তুত।” তিনি চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি ও ঐতিহ্য নিয়েও কথা বলেন। বলেন, “আম দেশের রাজধানী বলে খ্যাত এই অঞ্চলের জন্য সরকার কখনো রপ্তানির কোনো উদ্যোগ নেয়নি। রেশম শিল্প বিলুপ্তির পথে, অথচ এটি বাঁচাতে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা দেখা যাচ্ছে না।”
তিনি আরও বলেন, “আন্তঃনগর ট্রেনের যে দাবি চাঁপাইনবাবগঞ্জবাসী করেছে, তা পুরোপুরি যৌক্তিক। আমরা এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি।” নাহিদ ইসলাম গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা পুনর্ব্যক্ত করে বলেন, “আমরা মৌলিক সংস্কার চাই, গণহত্যাকারীদের বিচার চাই এবং জুলাই ঘোষণাপত্র ও সনদের বাস্তবায়ন চাই।” তার এই বক্তব্য জনসভায় ব্যাপক সাড়া ফেলে এবং উপস্থিত জনতা হাততালি দিয়ে সমর্থন জানায়।