
দেশজুড়ে আবারও উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রোববার (৬ জুলাই) সকালে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যদিও এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে সবচেয়ে বেশি—১২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া, চট্টগ্রাম বিভাগে ৭০ জন, ঢাকা বিভাগে ৫২ জন, ঢাকা মহানগরে ৪৮ জন, খুলনা বিভাগে ১৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭ জন হাসপাতালে ভর্তি হন। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বরিশালে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া উদ্বেগজনক এবং অঞ্চলভিত্তিক সমন্বিত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ২৭১ জন। এদের মধ্যে প্রাণ হারিয়েছেন ৪৫ জন—যার মধ্যে ২৪ জন পুরুষ ও ২১ জন নারী। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি, শহর ও গ্রামে জমে থাকা পানি অপসারণ ও মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করার ওপর বিশেষ জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।