
ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলের নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার (৬ জুলাই) রাজধানীর গুলশানে ‘ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (এফএসডিএস)’ আয়োজিত “জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য” শীর্ষক এক সংলাপে তিনি বলেন, নির্বাচনের সময় নির্ধারণ নয়, বরং নির্বাচন যেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সৈয়দ তাহের বলেন, “আমরা যেনতেন নির্বাচন চাই না বললে অনেকে ব্যাখ্যা করছেন, জামায়াত বুঝি নির্বাচন চায় না। এটি বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত ব্যাখ্যা।” তিনি আরও বলেন, “যারা অতীতে প্রহসনের নির্বাচন করেছে, আমরা তাদের বিতাড়িত করেছি। কাজেই কোনো পক্ষ যদি আবারো এমন নির্বাচন করতে চায়, আমরা তা মেনে নেব না।” নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গঠনমূলক আলোচনার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।
সংলাপে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “বর্তমান নিরাপত্তা পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচিত সরকার গঠন জরুরি।” গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও সতর্ক করে বলেন, “যদি গণতান্ত্রিক সংস্কার না করে তড়িঘড়ি করে নির্বাচন দেওয়া হয়, তাহলে আবারও গণঅভ্যুত্থান ঘটতে পারে।” সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।