
ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান দীর্ঘদিন ধরে পর্দায় চমক নিয়ে ফেরার আভাস দিয়েছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে ৪ জুলাই, শুরু হয়েছে তার সঞ্চালনায় নতুন শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টিভি চ্যানেল ‘ঠিকানা টিভি’র ইউটিউব প্ল্যাটফর্মে। শুরুর পর্বেই দর্শকদের চমকে দেন অতিথি হিসেবে আসা ছোটপর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা। দীর্ঘ আলাপচারিতায় নানা বিষয় উঠে এলেও সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে তিশার ভবিষ্যৎ স্বপ্ন প্রসঙ্গে দেওয়া এক খোলামেলা মন্তব্য।
অনুষ্ঠানে একটি মজার মুহূর্তে জায়েদ খান তানজিন তিশাকে প্রশ্ন করেন—“পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?” জবাবে তিশা একদম সরলভাবে বলেন, “আই উইল বি আ মাদার। এর মধ্যে আমি বিয়ে করবো। মা হবো।” এই বক্তব্যে যেমন চমক ছিল, তেমনি ছিল আত্মবিশ্বাস। এ সময় তিনি আরও বলেন, “দেখুন, এভাবে হয়তো কেউ বলে না, যেভাবে আমি বললাম। কিন্তু ব্যক্তিগত জীবনও পেশাগত জীবনের মতোই গুরুত্বপূর্ণ। সেটা উপেক্ষা করা যায় না, লুকানোও উচিত নয়।” তিশার এই উন্মুক্ত ও সাহসী উত্তর ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
এমন স্পষ্ট ও ব্যক্তিগত উত্তর দেওয়ার সাহসিকতাকে অনেকেই প্রশংসা করছেন। তিশার ভক্তরা বলছেন, এমন স্বচ্ছ ভাবনা ও আত্মপ্রকাশ আজকের দিনে অনেকের জন্য অনুপ্রেরণা হতে পারে। অন্যদিকে, জায়েদ খানের নতুন এই শোকে ঘিরেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। আলোচনা জমে উঠেছে পরবর্তী পর্বে কারা অতিথি হবেন, এবং নতুন কী চমক আসতে চলেছে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ।