
ঢাকা, ২২ মে:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের প্রেক্ষাপটে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর যমুনায় অবস্থিত প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দুপুর থেকে ড. ইউনূসের পদত্যাগ নিয়ে নানা আলোচনা শুরু হয়। গুঞ্জনের সত্যতা যাচাই ও বিষয়টি নিয়ে সরাসরি আলোচনার জন্য সন্ধ্যায় যমুনায় যান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।
এ বিষয়ে যমুনা টেলিভিশনকে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন জানান, বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, কাজ চালিয়ে যাওয়ার মতো পরিবেশ না থাকলে তিনি তার পদে থাকা নিয়ে পুনর্বিবেচনা করবেন।
তবে পদত্যাগের আগে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, জাতীয় ঐক্যের ভবিষ্যৎ এবং গত জুলাইয়ের অভ্যুত্থানের পেছনে থাকা লাখো মানুষের ত্যাগের প্রতি দায়বদ্ধতা বিবেচনায় নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।
এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা দেখা দিয়েছে। ড. ইউনূস সত্যিই পদত্যাগ করছেন কিনা, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।