দিনাজপুরে বিস্ফোরণে নারী-শিশুসহ ৮ জন দগ্ধ

দিনাজপুর শহরের কালীতলায় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী, পুরুষ ও শিশু মিলিয়ে অন্তত ৮ জন দগ্ধ হয়েছেন। শনিবার (৫ জুলাই) দুপুর ৩টার দিকে শহরের কালীতলা এলাকার মাহবুব রহমানের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত তাকে ঢাকায় জাতীয় বার্ন ইন্সটিটিউটে পাঠানো হয়েছে।

দগ্ধরা হলেন—মাজাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রিয়াজ উদ্দিন (২০), গৃহকর্তা মাহবুবের স্ত্রী রুবিনা আক্তার (৪৫), প্রতিবেশী মলয় চন্দ্র (৩০), আমিদা রানী (৪৬), শাহজাহান কবির (৬০), শিরিন আক্তার (৪৫) ও তাঁর ছেলে স্বচ্ছ (১৩), এবং প্রাইভেট শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজীব (২৬)। প্রত্যক্ষদর্শী সজীব জানান, নতুন গ্যাস সিলিন্ডার সংযোগ দেয়ার পর থেকেই লিকেজ হচ্ছিল। সেটি বন্ধ করার চেষ্টা করতে গিয়ে রান্নাঘরে আগুন লেগে যায় এবং রিয়াজ উদ্দিন পুনরায় সেখানে প্রবেশ করার পরপরই সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। পাশের বাড়ির লোকজন আগুন দেখে ছুটে এলে তারা অগ্নিদগ্ধ হন।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ইসরাত রূপালী ও নেন্সি জানান, সবার শরীরেই বিভিন্ন মাত্রায় দগ্ধ হয়েছে। বিশেষ করে রিয়াজ উদ্দিনের শরীরের ২৪ শতাংশ পুড়ে যাওয়ায় ও শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তার অবস্থা সংকটাপন্ন। তাকে ঢাকার বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে এবং সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *