
‘জুলাই গণহত্যার’ বিচার স্থবির থাকার প্রতিবাদে আইন উপদেষ্টার নিস্ক্রিয়তার বিরুদ্ধে প্রতীকী কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি)। শনিবার (৫ জুলাই) বিকেলে দলটির নেতাকর্মীরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত গিয়ে শেষ করেন। আইন উপদেষ্টার নিষ্ক্রিয় ভূমিকার বিরুদ্ধে প্রতীকী কফিন বহন করে প্রতিবাদ জানানো হয়, যা পথচারী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
বক্তারা বলেন, গত বছর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় আইন উপদেষ্টারা যে তীব্র প্রতিক্রিয়া ও বিচারের দাবি জানিয়েছিলেন, তার একবছর পর তারা এখন রহস্যজনকভাবে নীরব। নেতারা অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ‘জুলাই হত্যাকাণ্ড’–এর কোনো কার্যকর তদন্ত হয়নি, এমনকি কোনো অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়নি। এই নীরবতা এবং বিচারহীনতা গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রতি চরম অবমাননা বলে উল্লেখ করেন বক্তারা।
বিআরপি নেতারা সরকারের উদ্দেশে বলেন, বিচারের দাবিকে পাশ কাটিয়ে নির্বাচনমুখী তৎপরতা শুরু হলে সেটি জনগণের প্রতি অবিচার হবে। তারা বলেন, “বিচারের আগে নির্বাচন নয়।” এ সময় হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, এই জুলাই মাসের মধ্যেই যদি ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ না করা হয়, তাহলে তারা আরও কঠোর ও লাগাতার কর্মসূচি ঘোষণা করবেন। বক্তারা জনগণকে সঙ্গে নিয়ে আইনি ন্যায়বিচার আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।