“কারবালার পথেই দেশ”: আশুরা উপলক্ষে বিএনপি নেতাদের আক্রমণাত্মক বার্তা

আশুরা উপলক্ষে এক তীব্র রাজনৈতিক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা যে দমন-পীড়নের রাজত্ব কায়েম করেছিল, তা এজিদ বাহিনীর বর্বরতাকেও হার মানায়। শনিবার (৫ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, “১০ই মহররম মুসলিম বিশ্বের ইতিহাসে এক শোকাবহ ও শিক্ষা-সমৃদ্ধ দিন। এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রাঃ) কারবালায় শহীদ হয়ে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে যে আত্মত্যাগ করেছেন, তা আমাদের কাছে চিরকালীন অনুপ্রেরণা।”

তারেক রহমান আরও বলেন, “গত ১৬ বছরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভোটাধিকার হরণ, গুম, বিচার বহির্ভূত হত্যা, সন্ত্রাস ও লুটপাটের মাধ্যমে যে দুঃশাসন চালিয়েছে, তা ইসলামের আদর্শ ও ন্যায়বিচারের চরম লঙ্ঘন। জাতিকে এই অন্ধকার থেকে আলোর পথে আনতে হলে ইমাম হোসেন (রাঃ)-এর আত্মত্যাগের চেতনায় আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। পবিত্র আশুরার শিক্ষা হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সত্য ও ন্যায়ের পক্ষে বলিষ্ঠ অবস্থান নেওয়া।”

পৃথক এক বার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আওয়ামী স্বৈরাচার দেশকে এক কারবালার রূপ দিয়েছিল, যেখানে মানুষকে জুলুম, হিংস্রতা ও রক্তপাতের মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছে। আশুরার শিক্ষা হচ্ছে—ত্যাগ, আত্মনিয়ন্ত্রণ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। এই শিক্ষা আমাদেরকে জাতীয় ঐক্য গড়ে তুলতে এবং দুর্বৃত্ত শাসনের অবসান ঘটাতে সহায়তা করবে।” তিনি আহ্বান জানান, দেশের মানুষ যেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *