
আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়—এমন প্রত্যাশার কথা তুলে ধরে দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার (৫ জুলাই) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি বলেন, “জনগণ আর যেনতেন কোনো নির্বাচন চায় না। এবার একটি সত্যিকারের, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় দেশবাসী।”
পথসভায় আরও কঠোর ভাষায় বর্তমান রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “নতুন হোক বা পুরাতন—যে কোনো ধরনের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আমাদের কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।” তাঁর মতে, দেশের গণতন্ত্র এখনো হুমকির মুখে রয়েছে, আর এ থেকে মুক্তির একমাত্র পথ হলো ঐক্যবদ্ধ গণআন্দোলন। তিনি দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন যাতে আগামীদিনের আন্দোলনে জনগণের দাবি আরও জোরালোভাবে তুলে ধরা যায়।
তিনি আরও অভিযোগ করেন, “ইদানীং বিভিন্ন স্থানে রাজনীতির নামে চলছে চাঁদাবাজি, লুটপাট, ত্রাস সৃষ্টি। আমি সংশ্লিষ্ট দলগুলোকে স্পষ্টভাবে বলছি—সাবধান হোন, নিজেদের শোধরান। না হলে জনগণই আপনাদের রাস্তায় দাঁড় করাবে।” এর আগে একই দিন সকালে তিনি আদর্শ সদর উপজেলার আলেকার চর এলাকায় আরও একটি পথসভায় বক্তব্য রাখেন, যেখানে একই বার্তা পুনরাবৃত্তি করে সবার কাছে সুষ্ঠু রাজনীতির আহ্বান জানান তিনি।