
দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২০৪ জন রোগী। তবে স্বস্তির খবর হলো, এই সময়ে কোনো নতুন মৃত্যু ঘটেনি। শুক্রবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে প্রায় অর্ধেকই বরিশাল বিভাগে, যেখানে একদিনে ভর্তি হয়েছেন ১০১ জন। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ৯ জন, ঢাকা বিভাগের বাইরে ২২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯ জন এবং দক্ষিণ সিটিতে ৩৮ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া, রাজশাহীতে ১০ জন, ময়মনসিংহে ৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। একদিনেই হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫৪ জন।
স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ১১ হাজার ৬৬০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১০ হাজার ৩৩৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন। তবে এই ভাইরাস ইতোমধ্যে ৪৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে, তাই এখনই সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার সময়।