
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে প্রবেশ করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি ভারতের উত্তরপ্রদেশের রামপুরমথুরা বাসুরা গ্রামের বাসিন্দা রঞ্জিত কুমার (৫৬)। তার বাবার নাম প্রফুল্লাহ কুমার।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/৩৩-আর থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে বাংলাদেশের কাঞ্চনপুর গ্রামের একটি ব্রিজের ওপর থেকে নিয়মিত টহলের সময় রঞ্জিত কুমারকে আটক করা হয়। তিনি কী কারণে বাংলাদেশে প্রবেশ করেছিলেন সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এ সময় তার কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলেও বিজিবি জানিয়েছে।
এদিকে, আটক রঞ্জিত কুমারকে বিজিবির হেফাজত থেকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে। সীমান্তে এ ধরনের অনুপ্রবেশ রোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও জানা গেছে। স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি গুরুত্বসহকারে দেখছে এবং ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের বিষয়টিও বিবেচনায় রয়েছে।