‘ফেক একাউন্ট’ খুলে শিবিরের বিরুদ্ধে দিনে ১০ পোস্ট করার নির্দেশ ছাত্রদল নেতার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রদলের এক নেতার বিতর্কিত হোয়াটসঅ্যাপ বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই বার্তায় ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে ইসলামী ছাত্রশিবির, ছাত্রলীগ ও গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাতে দলের কর্মীদের নির্দেশনা দিতে দেখা যায়। স্ক্রিনশটটি ছাত্রদল নেতা তানভীর আহমেদ-এর বলে একাধিক নেতাকর্মী নিশ্চিত করেছেন, যা নিয়ে এখন পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে সমালোচনার ঝড় বইছে।

ভাইরাল স্ক্রিনশটে দেখা যায়, ‘ছাত্রদল পবিপ্রবি অফিসিয়াল’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তানভীর লিখেছেন, “আগামীকালর মধ্যে সবাই একটা ফেইক আইডি খুলবি। তারপর দিনে অন্তত ১০টা পোস্ট করবি। কী পোস্ট করবি সেটা গ্রুপে বলে দিব। সবার আইডির লিংক দিতে হবে।” শুধু তাই নয়, ফেক আইডি ব্যবস্থাপনার জন্য ‘শ্যাডো গ্রুপ’ খোলা হবে বলেও জানানো হয় বার্তায়। তানভীর লেখেন, “এটা করতেই হবে মাস্ট। সপ্তাহ শেষে রিপোর্ট করব কে কত পোস্ট করেছে, কতটা রিচ পেয়েছে।”

ওই বার্তায় আরও নির্দেশ দেওয়া হয়, এসব ফেক অ্যাকাউন্ট দিয়ে শিবির ও ছাত্রলীগপন্থী শিক্ষার্থীদের সঙ্গে ‘মিউচুয়াল ফ্রেন্ড’ বাড়াতে হবে এবং প্রোফাইলে স্বাধীনতা ও লাল রঙের ছবি রাখতে হবে। তানভীর বলেন, “আইডিগুলো দিয়ে শিবির, ছাত্রলীগপন্থি ছেলেদের রিকোয়েস্ট পাঠাবি। প্রোফাইলে লাল কিছু বা স্বাধীনতা টাইপ ছবি থাকবে। এক সপ্তাহের মধ্যে আইডিতে ৫০০ এর বেশি ফ্রেন্ড থাকতে হবে।” একইসঙ্গে বিভিন্ন ফেসবুক গ্রুপে সক্রিয় থেকে পরিচালিত অপপ্রচার কর্মসূচিকে “ফরজ” বলেও উল্লেখ করেন তিনি। </script>

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *