আমার নাম ভাঙিয়ে কেউ চাঁদা চাইলে মনে করবেন, সে আমার লোক না: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আটোয়ারীতে তার নাম ভাঙিয়ে কেউ কাজের জন্য টাকা চাইলে বুঝে নিতে হবে সে এনসিপির কেউ নয়। শুক্রবার (৪ জুলাই) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী বাজারে এনসিপির নতুন অফিস উদ্বোধনকালে তিনি বলেন, “ঘোষণা দিলাম—কেউ টাকা চাইলে দেবেন না। বরং পুলিশের হাতে তুলে দিন।”


তিনি বলেন, “মানুষের জন্য যেটা যৌক্তিক, সেটা আমি করব। কিন্তু অবৈধ কিছু বললেও করবো না।” সারজিস আরও অভিযোগ করেন, “হাটবাজারে ট্রাক চলাচলে চাঁদা, ইউনিয়ন-উপজেলা থেকে সুবিধা নিতে ঘুষ দিতে হয়। এসব অপকর্মে জড়িতরা রাজনৈতিক দলের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করছে।”


এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “এক সময় দলের নাম ভাঙিয়ে লুটপাট চালিয়েছিল যারা, তারাই আজ দেশ ছেড়ে পালিয়েছে। সত্যিকারের নেতারা মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায় না।” তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গঠনে এসব লুটেরা-জুলুমবাজদের আর জায়গা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *