সীমান্তে রক্তপাত বন্ধের ঘোষণা, পুশ-ইন আর নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

বাংলাদেশের সীমান্তে বিএসএফের গুলিতে মানুষ হত্যার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সীমান্ত হত্যা আর পুশ-ইন সহ্য করা হবে না। ভারতীয় মুসলিমদের ‘অবৈধ অভিবাসী’ বলে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।


তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানের পরও দেশে পুরোনো কাঠামো অটুট রয়ে গেছে। এখন সময় এসেছে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার। সেই লক্ষ্যে এনসিপি কাজ করছে।” একই দিনে অন্য একটি পথসভায় তিনি বলেন, “ফ্যাসিবাদ, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রাষ্ট্র গঠনের জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। কারণ, অতীতে তারাই বাংলাদেশকে রক্ষা করেছে।”


পথসভা শেষে স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি ও দলীয় নেতাকর্মীরা। এরপর রংপুরের পীরগঞ্জ, দিনাজপুর ও বগুড়ায় পথসভা করার পরিকল্পনা রয়েছে তাদের। এনসিপি নেতাদের দাবি, সময় এসেছে সাহসী সিদ্ধান্ত ও নতুন নেতৃত্বের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *