
ধামরাইয়ে এক কলেজছাত্রী হবু পুত্রবধূর নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিয়ে ভেঙে দিয়েছেন পাত্রের বাবা। কনের নাচের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তা পাত্রের এলাকায় ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। ঘটনাটি জানার পর পাত্রের বাবা ক্ষুব্ধ হয়ে বিয়ে বাতিল করার সিদ্ধান্ত নেন। তবে এতে ক্ষোভ প্রকাশ করেন কনের বাবা এবং পাত্রের বাবাকে ফোনে মামলা করার হুমকি দেন।
ভাইরাল হওয়া ভিডিওটি কনের শিক্ষাপ্রতিষ্ঠানের এক অনুষ্ঠানের বলে জানা গেছে। ভিডিও দেখে অনেকেই পাত্রের বাবাকে কটাক্ষ করেন, যার ফলে তিনি বলেন, “আমাকে ফাঁসিতে ঝুলালেও এমন যাত্রাপালার মেয়ে ঘরে তুলবো না।” পাত্র নিজে অবশ্য জানান, বিয়েটি হওয়ার কথা ছিল পরদিন বৃহস্পতিবার, তবে বাবার অনড় সিদ্ধান্তে সব ভেস্তে যায়।
পাত্রের এক প্রতিবেশী জানান, গ্রামের মানুষ ভিডিওটি দেখার পর ব্যাপক আলোচনা শুরু হয়। এতে পাত্রের পরিবার চাপে পড়ে। কনের বাবার অনুরোধে কারও নাম প্রকাশ করা হয়নি এবং বিষয়টি এখনো সামাজিকভাবে আলোচিত। তবে এই ঘটনায় দু’পক্ষের মধ্যে সম্পর্ক চরমে পৌঁছেছে, যা স্থানীয়দের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।