
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও পদ্মা সেতুর রেল সংযোগে প্রয়োজনের তুলনায় দ্বিগুণ খরচ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহাসান এইচ মনসুর।
বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে রাজশাহীর একটি রেস্তোরাঁয় মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় গভর্নর এই মন্তব্য করেন।
তিনি বলেন, “রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ১৩ বিলিয়ন ডলার খরচ করা হয়েছে, অথচ এটি ৬ বিলিয়ন ডলারে সম্পন্ন করা সম্ভব ছিল।” একইসঙ্গে পদ্মা সেতুতে রেল সংযোগ স্থাপনকে তিনি “বিলাসিতা” বলে আখ্যায়িত করেন।
গভর্নর আরও বলেন, টাকার অবমূল্যায়ন কোনোভাবেই সমাধান হতে পারে না। দেশের নীতি নির্ধারকদের সমালোচনা করে তিনি বলেন, “পলিসি মেকিংয়ে দেশের চেয়ে নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন বিগত সরকার।”
আলোচনায় তিনি জানান, বিদেশে পাচার হওয়া অর্থ পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ নিয়ে কাজ চলছে।
বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের এমন বক্তব্য শুধু প্রকল্প পরিচালনার স্বচ্ছতা নিয়েই নয়, বরং নীতিনির্ধারণ ও দুর্নীতি সংক্রান্ত বিষয়ে বড় আকারে প্রশ্ন তুলেছে।