
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি গড়ে তুলেছে ইসরায়েলি নাগরিকরা—এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার আওতায় এসব বসতি স্থাপনকারী সম্প্রতি মুসলমানদের পবিত্র স্থান আল-আকসা মসজিদ চত্বরে প্রবেশ করে ধর্মীয় আচার পালন করেছে।
আল-আকসা মসজিদ মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান। ফিলিস্তিনি জনগণের সঙ্গে থাকা এক পুরনো চুক্তি অনুযায়ী, এ চত্বর কেবল মুসলমানদের জন্য নির্ধারিত। এমনকি জেরুজালেমের প্রধান রাব্বির দপ্তর থেকেও ইহুদি সম্প্রদায়ের সদস্যদের সেখানে উপাসনা নিষিদ্ধ করা হয়েছে।
তবে সম্প্রতি ইসরায়েলে বাড়তে থাকা জাতীয়তাবাদী ইহুদি গোষ্ঠী এই নিষেধাজ্ঞার বিরোধিতা করছে। তারা আল-আকসা চত্বরের একাংশে ইহুদিদের উপাসনালয় ‘সিনাগগ’ নির্মাণের দাবি জানিয়েছে।
ইসরায়েলের অর্থোডক্স ইহুদি সম্প্রদায় ঐতিহাসিক ও ধর্মীয় সমঝোতা মেনে চললেও, উগ্র জাতীয়তাবাদী ইহুদিদের এমন তৎপরতায় অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।