গাজায় যুদ্ধবিরতির আলোচনা চলাকালে ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১১ ফিলিস্তিনি

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও থামছে না ইসরায়েলের সামরিক আগ্রাসন। একদিনে ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছেন আরও ১১১ জন ফিলিস্তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ২৪ জন ছিলেন একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষমাণ অবস্থায়।

এছাড়া, গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালকের বাসভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে মৃত্যু হয়েছে হাসপাতালের পরিচালক ডা. মারওয়ান আল সুলতান, তার স্ত্রী ও কন্যার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ইসরায়েল কর্তৃপক্ষ ডা. মারওয়ান আল সুলতানকে “সন্ত্রাসী” আখ্যা দিয়েছে।

এদিকে, উত্তর ও দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায়, বিশেষ করে শরণার্থী শিবির ও ত্রাণ নিতে আসা সাধারণ ফিলিস্তিনিদের ওপরও হামলা চালিয়েছে আইডিএফ। কথিত ‘নিরাপদ অঞ্চল’ বলেও পরিচিত এলাকাগুলোতে হামলায় আরও অন্তত ৫ জন—including শিশুও—নিহত হয়েছেন।

সাম্প্রতিক এই হামলা আন্তর্জাতিক মহলের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। যুদ্ধবিরতির সম্ভাব্য আলোচনা চললেও, মাঠপর্যায়ে এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *