যশোরের কেশবপুরে সাবেক মেয়র রফিকুল ইসলামকে ছাত্র-জনতা গ্রেফতারের চেষ্টা, পুলিশ উদ্ধার ও আটক

যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলামকে বুধবার দুপুরে ছাত্র-জনতা ধরে পুলিশে দিয়েছেন। বেলা ৩টার দিকে পৌর শহরের ভবানীপুর এলাকায় স্থানীয় ছাত্র-জনতা তার বাড়ি ঘেরাও করে রাখে। পুলিশ জানায়, ভয় পেয়ে তিনি পালাতে গিয়ে কাছে একটি পুকুরে ঝাঁপ দেন।

স্থানীয়রা ধরার চেষ্টা করলে পুলিশ এসে রফিকুলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, রফিকুলের বিরুদ্ধে নাশকতা ও চাঁদাবাজিসহ কয়েকটি মামলা রয়েছে। তিনি গতবছর ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।

ওসি জানান, ছাত্র-জনতা সাবেক মেয়রকে ঘিরে রাখে এবং তার বিরুদ্ধে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি উল্লেখ করেন, রফিকুল কেশবপুরে জামাল বাহিনীর ত্রাস সৃষ্টি করতেন এবং সেই বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন।

এ ঘটনার পেছনে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *