ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইয়ে আরও সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াই করতে অতিরিক্ত ২৫ হাজার থেকে ৩০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। সম্প্রতি একটি গোপন ইউক্রেনীয় গোয়েন্দা প্রতিবেদনের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত সেনা পাঠানো হলে রাশিয়ার পক্ষে যুদ্ধরত উত্তর কোরীয় বাহিনীর সংখ্যা প্রায় তিনগুণ হয়ে দাঁড়াবে। এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে প্রায় ১১ হাজার উত্তর কোরীয় সেনা ইউক্রেনের কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছিল, যারা রুশ সীমান্তে হামলা প্রতিহত করতে ভূমিকা রেখেছিল।

উত্তর কোরিয়ার এসব সেনার মধ্যে প্রায় ৪ হাজার জন হতাহত হন বলে দাবি করেছে ইউক্রেনীয় এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। তারপর থেকেই মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় উত্তর কোরীয় সেনাদের জন্য অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তাদের রাশিয়ার সামরিক ইউনিটে অন্তর্ভুক্ত করা হতে পারে এবং ইউক্রেন অধিকৃত এলাকায় বড় ধরনের অভিযানে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

স্যাটেলাইট চিত্র এবং উন্মুক্ত উৎসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, উত্তর কোরিয়ার সুনান বিমানবন্দরে সামরিক কার্গো বিমান এবং রুশ সেনাবাহী জাহাজের চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মে মাসে দুনাই বন্দরে একটি রোপুচা-ক্লাস জাহাজ ভিড়েছে, যা ৪০০ সেনা বহনে সক্ষম। একই ধরণের জাহাজ ২০২৩ সালেও ব্যবহৃত হয়েছিল।

এরই মধ্যে উত্তর কোরিয়া সেনা নির্বাচনের কাজ শুরু করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা বিভাগ। ধারণা করা হচ্ছে, চলতি জুলাই বা আগস্টের মধ্যেই এসব সেনা রাশিয়ায় পাঠানো হবে।

উল্লেখ্য, গত ১৭ জুন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু পিয়ংইয়ং সফরে গিয়ে ঘোষণা দেন, উত্তর কোরিয়া রাশিয়ায় ১ হাজার মাইন নিষ্কাশনকারী এবং ৫ হাজার সামরিক নির্মাণ শ্রমিক পাঠাবে। তারা কুরস্ক অঞ্চলের ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্গঠনে অংশ নেবে।

এছাড়া, জাতিসংঘে উপস্থাপিত ১১টি দেশের এক যৌথ প্রতিবেদনে দাবি করা হয়েছে, উত্তর কোরিয়া ২০২৪ সালেই রাশিয়াকে অন্তত ১০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৯০ লাখ গোলাবারুদ সরবরাহ করেছে। ইউক্রেনীয় গোয়েন্দারা আরও জানায়, রুশ ভাষায় অনূদিত উত্তর কোরীয় আর্টিলারি প্রশিক্ষণ ম্যানুয়ালও তাদের হাতে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *