
লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে সরকার থেকে বরখাস্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করার দায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে চাকরিচ্যুত করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, বিভাগীয় মামলায় তার বিরুদ্ধে আনা ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় গুরুদণ্ড হিসেবে তাকে ‘চাকরি হতে বরখাস্ত’ করা হয়েছে।
উল্লেখ্য, তাপসী তাবাসসুম সম্প্রতি এক ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে লিখেছিলেন, ‘সংবিধানবহির্ভূত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’
এছাড়া, শহীদ আবু সাঈদকে নিয়ে বিরূপ মন্তব্য এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়ে একাধিক ফেসবুক স্ট্যাটাস দেওয়ার অভিযোগও ছিল তার বিরুদ্ধে।
ঘটনার পর তাপসী তাবাসসুমকে সহকারী সচিব পদে ওএসডি হিসেবে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। বিভাগীয় তদন্ত শেষে এবার তাকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হলো।