
জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সরব উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও দেশের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরে আবারও আলোচনায় তিনি।
তবে জুলাই আন্দোলনের পরবর্তী কিছু ঘটনা তাকে হতাশ করলেও, আন্দোলনের ন্যায্যতা ও প্রয়োজনীয়তা নিয়ে কোনও সন্দেহ নেই বলেই জানিয়েছেন বাঁধন। বুধবার (২ জুলাই) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “যারা বলে জুলাই বিপ্লব ভুল ছিল— সত্যি বলতে, তাদের জন্য আমার দুঃখ হয়। ওই সময় ওই বিপ্লব একদম প্রয়োজনীয় ছিল।”
তিনি লিখেন, “মানুষ যে পরিমাণ অবিচার, অন্যায় এবং দমন-পীড়নের মুখোমুখি হচ্ছিল, তা সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল। সরকার তো একদিনে ফ্যাসিস্ট হয়ে যায়নি— ধাপে ধাপে মানুষের অধিকার আর কণ্ঠস্বর কেড়ে নিতে নিতে তারা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল। তখন আর কোনও রাস্তা খোলা ছিল না।”
৫ আগস্টের স্মৃতিচারণ করে বাঁধন আরও লেখেন, “যারা সেদিন, ৫ আগস্ট রাস্তায় ছিল না, তারা কোনও দিন বুঝতে পারবে না সেই আনন্দ কতটা বিশুদ্ধ ছিল— যখন সে ভীতুর মতো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। সেই আনন্দ ছিল একদম বাস্তব, এবং আমি তা নিজের প্রতিটি হৃদস্পন্দনে অনুভব করেছিলাম।”
বাঁধনের ভাষ্য, “ওইরকম স্বাধীনতা আর শক্তি রাস্তায় দাঁড়িয়ে একসঙ্গে অনুভব করার অভিজ্ঞতা জীবনে একবারই আসে।”
পোস্টের শেষাংশে তিনি স্পষ্ট করে জানান, “হ্যাঁ, বিপ্লবের পরে অনেক কিছু ঘটেছে, এবং সবকিছু সুখকর হয়নি। কিন্তু এক জিনিস স্পষ্ট— জুলাই বিপ্লব সঠিক সময়ে, সঠিক কাজ ছিল।”
অভিনেত্রী বাঁধনের এই বক্তব্য সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর অবস্থানকে সাহসী ও স্পষ্ট বিবেচনা করছেন।