ঢাবিতে চীনের অর্থায়নে ছাত্রীদের জন্য বিশেষ হল নির্মাণের উদ্যোগ

ঢাকা, ১ জুলাই ২০২৫

চীনের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য একটি বিশেষায়িত আবাসিক হল নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

মঙ্গলবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

উপাচার্য বলেন, “প্রত্যন্ত অঞ্চল থেকে আগত অনেক ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও তারা আবাসন সংকটে পড়েন। এ সমস্যার স্থায়ী সমাধান একমাত্র হল নির্মাণ। চীনের সঙ্গে এই বিষয়ে সরকারের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।”

তিনি আরও জানান, মেয়েদের জন্য হল নির্মাণের একটি প্রস্তাব একনেকে (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি চলমান পরিস্থিতিতে ৫৮৩ জন ছাত্রীকে আবাসিক ভাতা হিসেবে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে বলেও জানান উপাচার্য।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, আবাসন সংকটের কারণে ছাত্রীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। নতুন হল নির্মাণ হলে এ সংকট অনেকটাই দূর হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *